আর্টিকেল রাইটিং করে ৫০০ টাকা

আপনি যদি SEO এর মতো কনটেন্ট লিখতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আজকের পোস্টটি আপনার জন্য।যে কেউ চাইলেই আর্টিকেল লিখতে পারে কিন্তু SEO ফ্রেন্ডলি আর্টিকেল লেখার জন্য অনেক বেশি প্র্যাকটিজ বা চর্চার দরকার। তাই SEO ফ্রেন্ডলি আর্টিকেল কি করে খুব সহজেই লিখা যায় সেটা জানতে এই পোস্টটি পড়ুন ।   


একটা পারফেক্ট আর্টিকেল লিখার জন্যে প্রথমে আপনাকে সেই সম্পকিত বিভিন্ন পোস্ট নিয়ে গবেষণা করতে হবে।তারপর বিভিন্ন ইউনিক তথ্য দিয়ে সাজিয়ে নতুন আর আর্কষনীয় করে দর্শকের কাছে উপস্থাপন করতে হবে।আর্টিকেল লেখার ক্ষেতে নিম্নলিখিত বেস কিছু বিষয় মাথায় রাখতে হবে--

পোস্ট সূচিপএঃ

সঠিক টার্গেট কীওয়ার্ড বাছাই 

আর্টিকেল লিখার সবচেয়ে গুরুত্বপূর্ন পার্ট সঠিক টার্গেট কীওয়ার্ড বাছাই করা। Ahrefs এবং SEMrush এই দুটি টুল আপনাকে সঠিক টার্গেট কীওয়ার্ড বাছাই  করতে সাহায্য করবে । এই টুলগুলার সাহায্যে আপনারা ধারনা নিতে পারবেন কোন কীওয়ার্ড টার্গেট করা উচিত। এই টুলগুলো কীওয়ার্ড অনুসন্ধানেও আপনাকে অনেক হেল্প করবে। 

আরও পড়ুন ঃ সাবুদানার উপকারিতা

পোস্টের জন্য সঠিক টাইপ নিবার্চন

আপনার পোস্ট লিখার জন্য সিলেক্ট কীওয়ার্ড গুগলে সার্চ দিয়ে প্রথম ১০ টি রেজাল্ট বিশ্লেষণ করুণ । এই ১০ টির মধ্যে যদি বেশী সংখ্যক ওয়েবসাইট নিউজপেপার ওয়েবসাইট থাকে তাহলে আপনার সিলেক্ট করা কীওয়ার্ডটি সঠিক না।

আর্টিকেলের সঠিক দৈঘ্য নির্বাচন

একটি পারফেক্ট আর্টিকেলের সঠিক দৈঘ্য কতটা হওয়া উচিত সেটা নির্বাচনে আপনাকে SEO Ramber টুল সহায়তা করবে । এটির সাহায্যে আপনি বুঝতে  পারবেন পোস্ট  র‍্যাঙ্কিং এর প্রথমে যাবার জন্য আর্টিকেলের সঠিক দৈঘ্য কত হতে হবে । SEO Ramber আপনাকে বিনামূল্যে সেবা প্রদান করবে । 


পাঠক যে কীওয়ার্ড গুগলে সার্চ

পোস্ট লিখার আগে আপনাকে অনুসন্ধান করতে হবে পাঠক কি ব্যাপারে গুগলে জানতে চায় । 

কনটেন্টে পোস্ট টাইটেল ও মেটা টাইটেল যুক্ত

পোস্ট টাইটেলঃ আপনার পোস্টটি কি সম্পর্কে লিখা পাঠক সেইটা বুঝবে পোস্ট টাইটেল দেখে।

মেটা টাইটেলঃসার্চ ইঞ্জিন আপনার পোস্ট পাঠকে আপনার ওয়েবসাইট সম্পর্কে যা দেখায়।

 যদি আপনি মেটা টাইটেল যুক্ত না করেন তাহলে সার্চ ইঞ্জিন আপনার পোস্ট টাইটেল কেই মেটা টাইটেল হিসেবে দেখাবে।








এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আনি টিপস ৩৬৫ নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url