দুর্গা পূজা ২০২৫ এর সঠিক তারিখ ও সময়
দুর্গা পূজা ২০২৫ এর সঠিক তারিখ ও সময় আজকের আর্টিকেলটিতে দেখানো হবে। দুর্গাপূজাকে শারদীয় পূজা বলা হয়। দুর্গাপূজা একটি সার্বজনীন উৎসব।দুর্গাপূজা হিন্দুদের সবচেয়ে বড় উৎসব হলেও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকেই এই পূজায় অংশগ্রহণ করতে দেখা যায়। দুর্গাপূজা বাঙালি হিন্দুদের জন্য শুধু একটা উৎসব না এইটা একটা আবেগ।
প্রতিটি হিন্দু মানুষ ১ বছর দুর্গাপূজার জন্য অপেক্ষা করে। সাধারণত দুর্গাপূজা আশ্বিন মাসের শুক্ল পক্ষের ষষ্ঠ থেকে দশম এ তিথি পর্যন্ত উদযাপিত হয়। ষষ্ঠী তিথিতে মা দুর্গার আগমনী পূজার মাধ্যমে দুর্গাপূজার সূচনা ঘটে এবং দশমী তিথিতে মা দুর্গার বিসর্জনের মাধ্যমে দুর্গাপূজার সমাপ্তি হয়।
দুর্গা পূজা ২০২৫ এর সঠিক তারিখ ও সময়
বিষয় | ইংরেজি তারিখ | বাংলা তারিখ | দিন | সময় |
---|---|---|---|---|
মহালয়া | ২১ সেপ্টেম্বর,২০২৫ | ৪ আশ্বিন,১৪৩২ | রবিবার | সূর্যোদয় থেকে ১২:৫৫ |
ষষ্ঠী পূজা | ২৮ সেপ্টেম্বর,২০২৫ | ১১ আশ্বিন,১৪৩২ | রবিবার | সূর্যোদয় থেকে ১১:১৩ দিবা পর্যন্ত |
সপ্তমী পূজা | ২৯ সেপ্টেম্বর,২০২৫ | ১২ আশ্বিন,১৪৩২ | সোমবার | সূর্যোদয় থেকে ১২:৫৮ দিবা পর্যন্ত |
অষ্টমী পূজা | ৩০ সেপ্টেম্বর,২০২৫ | ১৩ আশ্বিন,১৪৩২ | মঙ্গলবার | সূর্যোদয় থেকে ০২:১৫ দিবা পর্যন্ত |
নবমী পূজা | ১ অক্টোবর,২০২৫ | ১৪ আশ্বিন,১৪৩২ | বুধবার | সূর্যোদয় থেকে ০৩:০৬ দিবা পর্যন্ত |
দশমী পূজা | ২ অক্টোবর,২০২৫ | ১৫ আশ্বিন,১৪৩২ | বৃহস্পতিবার | সূর্যোদয় থেকে ০৩:২৬ দিবা পর্যন্ত |
আনি টিপস ৩৬৫ নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url